ই-সিম কি? ই-সিমের সুবিধা-অসুবিধা
ই-সিম কি?
এটি একটি ডিজিটাল সিম যার পুর্নরুপ হলো এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। মানে হচ্ছে সিমটি ডিভাইসে এম্বেড করা থাকে,আলাদাভাবে সিম ঢুকানোর প্রয়োজন হয়না।
এটি ফিজিক্যাল সিমের প্রয়োজনীয়তা দূর করে কারণ এখানে অনেক সুযোগ সুবিধা থাকে। মোবাইল ফোন ব্যাবহারকারী সিম কার্ড পরিবর্তন করা ছাড়াই এক সিম হতে অন্য সিমে সুইচ হতে পারে।
এককথায়,ই-সিম হচ্ছে এমন একটি সিম যেখানে ফিজিক্যাল সিমকার্ড ছাড়াই সিমের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করা যায়।
ই-সিমের সুবিধা সমূহ
- একই সাথে একাধিক নম্বর ব্যাবহার করা যায়,
- কার্ড পরিবর্তন ছাড়াই অন্য নেটওয়ার্কে সুইচ করা যায়,
- হ্যান্ডসেট হারিয়ে বা নষ্ট হলেও ই-সিম নষ্ট হয়না,
- খুব সহজে ইনস্টল করা যায়,
- ই- সিম পরিবেশ বান্ধব।
ই- সিমের অসুবিধা সমূহঃ
- সব ধরনের ফোনে ই-সিম সাপোর্ট করেনা তাই প্রয়োজনের সময় হুটহাট করে অন্য ফোনে সিম ইনস্টল করতে পারবেন না,
- একফোনে একাধিক সিম ব্যাবহার করা গেলেও একটিতে কল আসলে অন্যগুলা বন্ধ দেখাবে,
ই-সিম কিভাবে ইনস্টল করতে হয়?
- প্রথমে যেকোন একটা অপারেটর বেছে নিন,
- তারপর আনার নতুন মোবাইল নম্বরটি বেছে নিন,
- বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন,
- আপনার মোবাইলের ইন্টারনেট সংযোগ চালু করুন,
- সিম কিটে দেওয়া QR কোডটি ভালোভাবে স্ক্যান করুন
- আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন
ফিজিক্যাল সিম থেকে ই-সিমে মাইগ্রেটঃ
আপনার ফিজিক্যাল সিমকে ই-সিমে মাইগ্রেট করতে ই-সিম সাপোর্টেড হ্যান্ডসেট নিয়ে আপনার নিকটবর্তী এক্সপেরিয়েন্স/কাস্টমার সেন্টারে গিয়ে ই-সিম ক্রয় করার পক্রিয়াটি সম্পন্ন করুন অথবা অপারেটরের অনলাইন শপে গিয়ে নিচের স্টেপগুলো অনুসরণ করে ই-সিমে কনভার্ট করে নিন:
- ই-সিম মাইগ্রেশনের জন্য অপারেটরের কাছে রিকোয়েস্ট করুন,
- বায়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতিটি সম্পন্ন করুন,
- আপনার হ্যান্ডসেটটিতে ইন্টারনেট সংযোগ চালু করুন,
- সিম কিটে দেওয়া QR কোডটি স্ক্যান করুন,
- আপনার হ্যান্ডসেট অনুযায়ী ধাপে ধাপে প্রসেসটি কমপ্লিট করুন।
ই-সিমের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
- QR কোডটি ইউনিক এবং এক বছরে সর্বোচ্চ দুইবার ব্যবহারযোগ্য। স্ক্যান করা হয়ে গেলে ক্যারিয়ার অ্যাড করা নিশ্চিত করতে হবে
- গ্রাহকের কখনোই ই-সিম সেটিংস থেকে ডিলিট অপশন সিলেক্ট করা উচিত নয়। এটা হলে ই-সিম প্রোফাইলটা স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে
- প্রোফাইল ডিলিট হয়ে গেলে, গ্রাহককে পুনরায় QR কোড স্ক্যান করে, পূর্ববর্তী পক্রিয়াটি অনুসরণ করতে হবে
- উভয় ক্ষেত্রেই ইন্টারনেট সংযোগ আবশ্যক
আরও পড়ুনঃ
List of eSIM supported Mobile:
Apple
- iPhone XR
- iPhone XS
- iPhone XS Max
- iPhone 11
- iPhone 11 Pro
- iPhone 11 Pro Max
- iPhone SE (2020)
- iPhone 12 Mini
- iPhone 12
- iPhone 12 Pro
- iPhone 12 Pro Max
- iPhone 13 mini
- iPhone 13
- iPhone 13 Pro
- iPhone 13 Pro Max
- iPhone SE (2022)
- iPhone 14
- iPhone 14 Plus
- iPhone 14 Pro
- iPhone 14 Pro Max
- iPhone 15
- iPhone 15 Plus
- iPhone 15 Pro
- iPhone 15 Pro Max
- iPad Pro (2018 and onwards)iPad AiriPad
Samsung
- Galaxy Z Flip
- Galaxy Z Flip 5G
- Galaxy Z Flip3 5G
- Galaxy Z Flip4
- Galaxy Z Flip5 5G
- Galaxy Fold
- Galaxy Z Fold2 5G
- Galaxy Z Fold3 5G
- Galaxy Z Fold4
- Galaxy Z Fold5 5G
- Galaxy S20
- Galaxy S20+ 5g
- Galaxy S20 Ultra
- Galaxy S20 Ultra 5G
- Galaxy S21
- Galaxy S21+ 5G
- Galaxy S21 Ultra 5G
- Galaxy S22
- Galaxy S22+
- Galaxy S22 Ultra
- Galaxy Note 20 Ultra 5G
- Galaxy Note 20
- Galaxy S23
- Galaxy S23+
- Galaxy S23 Ultra
- Galaxy S24
- Galaxy S24+
- Galaxy S24 Ultra
Google
- Pixel 3
- Pixel 3a
- Pixel 4
- Pixel 4a
- Pixel 5
- Pixel 6
- Pixel 6a
- Pixel 6 Pro
- Pixel 7
- Pixel 7 Pro
- Pixel 8
- Pixel 8 Pro
- Pixel Fold
Motorola
- Razr 2019
- Edge 5g
- Razr 40
- Razr 40 Ultra
- Razr +
- Edge+
- Edge 40
- Edge 40 Pro
- G52J 5G
- G52J 5G Ⅱ
- G53J 5G
Sony
- Xperia 10 III Lite
- Xperia 10 IV
- Xperia 10V
- Xperia 1 IV
- Xperia 5 IV
- Xperia 1 VSony
- Xperia Ace III
Oppo
- Find N2 Flip
- Find X3 Pro
- Reno 5 A
- Find X5
- Find X5 Pro
- A55s 5G
- Reno 6 Pro 5G
Xiaomi
- 12T Pro
- 13
- 13 Lite
- 13 Pro
- 13T ProPro
Nokia
- XR21
- X30
- G60 5G
Honor
- Magic 4 Pro
- Magic 5 Pro
- 90
Huawei
- P40
- P40 Pro (not including the P40 Pro +)
- Mate 40 Pro
OnePlus
- OnePlus 11
আরো পড়ুনঃ
সব ধরনের ফোনে ই-সিম সাপোর্ট করেনা
হ্যাঁ
কল আসলে অন্যগুলা বন্ধ