HSC 24 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স - বাংলা ১ম পত্র
সাজেশন
গদ্য
১। অপরিচিতা★★★
২। বিলাসী ★★★★
৩। আমার পথ ★★
৪। মানব-কল্যাণ★★
৫। মাসি-পিসি★★★
৬। বায়ান্নর দিনগুলো ★★★
৭। রেইনকোট★★
পদ্য
১। সোনার তরী★★★
২। প্রতিদান ★★
৩। বিদ্রোহী ★★★★
৪। তাহারেই পড়ে মনে ★★
৫। আঠার বছর বয়স★★★
৬। ফেব্রুয়ারী ১৯৬৯ ★★
৭। আমি কিংবদন্তীর কথা বলছি★★
বিশেষ দ্রষ্টব্য: এই সাজেশনটি তৈরি করা হয়েছে সকল বোর্ডের বিগত বছরের প্রশ্ন ও স্বনামধন্য বিভিন্ন কলেজের টেস্ট ও প্রি-টেস্ট এর প্রশ্ন বিশ্লেষণ করে। কিন্তু HSC বাংলা প্রথম পত্র পরীক্ষার অন্যতম বৈশিষ্ট হচ্ছে বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রশ্নগুলো হায় অনন্য এবং সৃজনশীল। তাই যেকোন সাজেশন থেকেই। সবকিছু কমন আসার প্রজাশা না করে মূল বই বার বার ও বুকে বুঝে পড়ার বিকল্প নেই। এই সাজেশনটির মূল উদ্দেশ্যও তাই শত ভাগ প্রশ্ন কমন এর
নিশ্চয়তা দেওয়া নয়, বরং শিক্ষার্থীদের বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নের জন্য মানসিকভাবে প্রস্তুত করা।