সকল ডিভাইসে পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট ব্লক করার উপায়

 


আসসালামু আলাইকুম, বর্তমান সময়ে প্রায় প্রতিটি বাচ্চার হাতে মোবাইল ফোন দেখা যায়।স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী  এমনকি শিশুদের হাতেও আমরা বিভিন্ন কারণে মোবাইল ফোন তুলে দিচ্ছি। তারা মোবাইলে বিভিন্ন প্রকার গেমিং, ভিডিও স্ট্রিমিং ছাড়াও কত কি করছে। নিজের অজান্তেই এডাল্ট বা পর্ন সাইটে ভিজিট করছে। যা বাচ্চাদের উপর  নেতিবাচক প্রভাব ফেলছে এবং তাদের মানুষিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।


এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ধরনের সকল ডিভাইসে পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট ব্লক করার উপায় শিখে রাখতে পারেন। যা আপনার ডিভাইসে এইসব কনটেন্ট কে ব্লক করে দিবে ফলে ওইসব ডিভাইস দিয়ে সকল  পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট ব্লক করা যাবে।

এটি চালু থাকলে এইসব এডাল্ট সাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে এমনকি আপনি সার্চ করেও  পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট খুজে পাবেন না। এটি মূলত আইপির মাধ্যমে কাজ করে। 


রাউটের মাধ্যমে সকল ডিভাইসে পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট ব্লক করার উপায়ঃ
বর্তমান সময়ে ব্রডব্রান্ড কানেকশন সব জায়গাতে পাওয়া যাচ্ছে বিধায় আমরা সকলে প্রায় সময় রাউটারের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত থাকি।

রাউটার থেকে আপনার পুরো বাসার সকল ডিভাইস থেকে এই সমস্থ  পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট ব্লক করা যায়। এর জন্য প্রথমে আপনি আপনার রাউটারের এডমিন প্যানেলে লগিন করুন।





Netgear,ASUS, Huewai & others : http://192.168.0.1


 বেশিরভাগ রাউটারে http://192.168.0.1 এই এড্রেসে এডমিন পেইজ পাওয়া যায় 

রাউটারের এডমিন পেইজে লগিন করার পর Dns setting এ দুইটা Dns যোগ করতে হবে। Primary dns & secondary dns অথবা preferred dns & alternative dns খুজে বের করুন। পূর্বে কোন dns যোগ করা থাকলে ডিলিট করে নিচের dns গুলো যোগ করুন।

নিচের DNS ও সার্ভারগুলো মুসলিমদের জন্য স্পেশালি তৈরি করা, 5.5M+ হারাম সাইট ব্লক হবে, হারাম বিজ্ঞাপন দেখাবেনা, এন্টি ইসলামিক কন্টেন্ট ব্লক করবে!

Primary DNS: 137.184.251.32

Secondary DNS: 139.59.194.85

(Specially Recommended)



Primary DNS: 1.1.1.3

Secondary DNS: 1.0.0.3



Primary DNS: 2606:4700:4700::1113

Secondary DNS: 2606:4700:4700::1003




Primary DNS: 185.228.168.168

Secondary DNS: 185.228.169.168



DNS-1: 137.184.251.32
DNS-2: 139.59.194.85



নিচে Xiaomi & Tp link এর স্কিনসট দেওয়া হলোঃ


সকল ডিভাইসে পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট ব্লক করার উপায়

সকল ডিভাইসে পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট ব্লক করার উপায়




মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট ব্লক করার উপায়ঃ
প্রথমে Settings অপশনে চলে যান এরপর Wireless Connection / Other Wireless Connection / Network & Internet / Connection & Sharing থেকে Private DNS অপশনটি খুঁজে বের করে সেখানে প্রবেশ করুন। সেখান থেকে Designated privet dns/ Specofied DNS অপশনে ক্লিক করুন। দেখুন এখানে একটি লিংক-বার সামনে চলে আসবে। এখন আপনাকে একটি লিংক এই লিংক বারে এন্টার করতে হবে। 

সকল ডিভাইসে পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট ব্লক করার উপায়


লিংকটি হলোঃ

dns-dot.kahfdns.com (Specially Recommended)

অথবা, family.cloudflare-dns.com (Recommended-2)

অথবা, adult-filter-dns.cleanbrowsing.org

অথবা, family-filter-dns.cleanbrowsing.org



এখন সেভ বাটনে ক্লিক করুন।


কম্পিউটারে পর্নোগ্রাফিক কন্টেন্ট ও ওয়েবসাইট ব্লক করার উপায়ঃ

  • প্রথমে Control Panel > Network and Internet এ যান। 
  • এরপর আপনার ব্যবহৃত Wifi Name টি সিলেক্ট করে Properties  এ যান।
  • তারপর Internet Protocol Version 4 ( TCP / IPV4 ) সিলেক্ট করে Properties এ যান।
  • এখন Use the following dns server addresses সিলেক্ট করে  Preferred DNS Server এবং Alternative DNS Server এই দুটো DNS এড করুন।
185.228.168.168
185.228.169.168

137.184.251.32
139.59.194.85

1.1.1.3
1.0.0.3


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url